-->
শিরোনাম

২৮ মার্চ বসছে সংসদ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক
২৮ মার্চ বসছে সংসদ অধিবেশন

আগামী ২৮ মার্চ বসছে সংসদ অধিবেশন। একাদশ জাতীয় সংসদের ১৭ তম অধিবেশন হবে এটি। অধিবেশন শুরু হবে বিকেল ৫টায়।

বৃহস্পতিবার (১০ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ২৮ মার্চ বিকেল ৫টার দিকে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন তিনি।

আগামী বাজেট অধিবেশনের আগে এটাই হবে শেষ অধিবেশন।

জুনের প্রথম সপ্তাহে বসছে বাজেট অধিবেশন। নিয়ম অনুযায়ী এই অধিবেশন সংক্ষিপ্ত হবে। মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় এ অধিবেশন বসছে। সংবিধানে বলা হয়েছে, সংসদের দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না। গত ২৭ জানুয়ারি সংসদের ১৬তম অধিবেশন শেষ হয়েছিল।

মন্তব্য

Beta version