-->
শিরোনাম
প্রবাসী মন্ত্রীর সাথে রোমানিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রোমানিয়ার শ্রমবাজার নিয়ে ফলপ্রসূ আলোচনা

নিজস্ব প্রতিবেদক
রোমানিয়ার শ্রমবাজার নিয়ে ফলপ্রসূ আলোচনা
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী র সঙ্গে ঢাকায় নিযুক্ত রোমানিয়ার রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে ঢাকায় নিযুক্ত রোমানিয়ার রাষ্ট্রদূত দানিয়ালা মারিয়ানা সেজোনোভ তানি সাক্ষাৎ করেছেন। এ সময় রোমানিয়ার শ্রমবাজার নিয়ে দুজনের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারা দু’দেশের মধ্যে কর্মী প্রেরণ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর, কর্মীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, বাংলাদেশি কর্মীদের জন্য রোমানিয়ায় অধিক সংখ্যক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, যেকোনো ধরণের অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিতকরণসহ রোমানিয়ার শ্রমবাজার নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র (বিএমইটি) মহাপরিচালক মোঃ শহিদুল আলম এবং অতিরিক্ত সচিব মোঃ আব্দুল কাদের উপস্থিত ছিলেন।

মন্তব্য

Beta version