-->
শিরোনাম

আজ চাঁদ দেখা গেলে কাল রোজা

নিজস্ব প্রতিবেদক
আজ চাঁদ দেখা গেলে কাল রোজা
প্রতীকী ছবি

দেশের আকাশে আজ শনিবার চাঁদ দেখা গেলে আগামীকাল রোববার থেকে শুরু হবে রোজা। আর যদি চাঁদ দেখা না যায় তাহলে সোমবার থেকে শুরু হবে রোজা।

মুসলিম সম্প্রদায়ের কাছে যা সিয়াম সাধনার মাস। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আজ সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন ধর্মপ্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি ফরিদুল হক খান। সভার পর ঘোষণা করা হবে আরবি ১৪৪২ হিজরির রমজান মাস ও লাইলাতুল কদরের তারিখ।

ইসলামিক ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ ফোন নম্বরে এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের অপর এক বিজ্ঞপ্তিতে সারা দেশের সকল মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবিহ্ পড়ার আহবান জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসে দেশের প্রায় সব মসজিদে খতম তারাবিহ্ নামাজে পবিত্র কুরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু আছে।

তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা পরিলক্ষিত হয়। এতে করে কর্ম উপলক্ষে বিভিন্ন স্থানে যাতায়াতকারী মুসলিমদের মধ্যে কুরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। এই অবস্থায় ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে একটি অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয়।

কুরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তারা বঞ্চিত হন। এ পরিস্থিতি নিরসনকল্পে রমজানের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে অর্থাৎ পবিত্র শবে কদরে পবিত্র কুরআন খতম করা সম্ভব।দেশের সব মসজিদে খতম তারাবিহ্ নামাজে প্রথম ৬ দিনে দেড় পারা করে ও পরবর্তী ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র শবে কদরে কুরআন খতমের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা দেশের সব মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সকলের নিকট বিনীত অনুরোধ জানানো হয়।

মন্তব্য

Beta version