-->
শিরোনাম

লিবিয়ায় গ্যাস স্টোভ বিস্ফোরণে ৫ বাংলাদেশি দগ্ধ

কূটনৈতিক প্রতিবেদক
লিবিয়ায় গ্যাস স্টোভ বিস্ফোরণে ৫ বাংলাদেশি দগ্ধ
প্রতীকী ছবি

লিবিয়ার তবরুক শহরে বাংলাদেশিদের একটি আবাসস্থলে ইফতারি তৈরির সময় ভয়াবহ গ্যাস স্টোভ বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বুধবার (৬ এপ্রিল) লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ দূতাবাস জানায়, আহতদের সবাইকে তবরুক মেডিক্যাল সেন্টারের বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন-ঝিনাইদহের রিজন (আইসিইউতে চিকিৎসাধীন), টাঙ্গাইলের রফিক মিয়া, মেহেরপুরের সাইদুর ইসলাম, যশোরের মোঃ রিপন হোসেন ও জামালপুরের সোজাউদ্দৌলা।

এ ঘটনায় লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সমবেদনা প্রকাশ করেছে। দূতাবাস হতে ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশি নাগরিকদের সাথে যোগাযোগ করে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। চিকিৎসাধীন বাংলাদেশিদের দেশে প্রেরণসহ প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করা হচ্ছে।

 

মন্তব্য

Beta version