আসন্ন পবিত্র ঈদুল ফিতরে কর্মজীবী মানুষের ঘরে ফেরা সহজ করতে বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী ১৫ই এপ্রিল সকাল থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাস কোম্পানিগুলো।
সোমবার (১১ এপ্রিল) বাস মালিকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সব বাস মালিক আগামী ১৫ই এপ্রিল থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেওয়া শুরু করবে। ওই দিন সকাল থেকেই বাসের কাউন্টারগুলো থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। ১৫ই এপ্রিল দেওয়া হবে ২৬ এপ্রিলের অগ্রিম টিকিট।
তিনি দাবি করেন, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে।
সারাদেশের রাস্তাগুলো খুব একটা ভালো অবস্থায় নেই জানিয়ে তিনি বলেন, বাস কোম্পানিগুলোর ঈদে অতিরিক্ত বাস চালানোর পরিকল্পনা নেই। প্রতিদিন প্রতিটি রুটে যে বাসগুলো চলে সেগুলোই চলবে। কিছু গাড়ি রাখা হবে যাতে শিডিউল এলোমেলো হলে বিপর্যয় সামাল দেওয়া যায়।
মন্তব্য