দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।। তবে এ সময় নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৬ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৫টি নমুনার ফলাফল পজিটিভ আসে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫২ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৫৮ শতাংশ ছিল।
গত একদিনে দেশে শনাক্ত রোগীদের মধ্যে ৩২ জনই ঢাকা বিভাগের। তাদের ২৯ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫২ হাজার ১৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ৮৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০৫ জন। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৬ দশমিক ৮২। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ হাজার ১২৪ জন।
মন্তব্য