হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে ৮৮টি স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতফেরত ফ্লাইটটি থেকে জব্দ করা স্বর্ণের বারের ওজন ১০. ২২ কেজি। এর বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ বিমানের শারজাহফেরত একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়। ৮৮টি সোনার বার পাওয়া গেছে, যার ওজন ১০ দশমিক ২২ কেজি।
শফিকুল ইসলাম বলেন, সোনা জব্দের বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
মন্তব্য