-->
শিরোনাম

সিআইসিএ সদস্য রাষ্ট্রগুলো থেকে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক



সিআইসিএ সদস্য রাষ্ট্রগুলো থেকে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
ঢাকা সফররত সিআইসিএ এর নির্বাহী পরিচালকের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

দ্য কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (সিআইসিএ) এর সদস্য দেশগুলো থেকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা সফররত সিআইসিএ এর নির্বাহী পরিচালকের সঙ্গে বৈঠকে এ আহবান জানান তিনি।

বৈঠকে সিআইসিএ সচিবালয় এবং বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ছিলেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এবং নির্বাহী পরিচালকের মধ্যে সমৃদ্ধ আলোচনা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিভিন্ন খাতে বিশেষ করে অগ্রাধিকার খাতে বিনিয়োগের জন্য সিআইসিএ সদস্য দেশগুলোর বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান।

সিআইসিএ সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান কাজের অগ্রাধিকার যথাযথ গুরুত্ব সহকারে নির্ধারণ করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী সিআইসিএ প্রতিষ্ঠার জন্য কাজাখস্তানের ভূমিকার প্রশংসা করেন, যা এশিয়ায় শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ ফোরাম হিসেবে আবির্ভূত হয়েছে।

উচ্চ রাজনৈতিক ও সরকারী পর্যায়ে নিয়মিত সফর বিনিময়ের প্রয়োজনীয়তায় ওপর জোর দেন তিনি।

সিআইসিএ হচ্ছে এশিয়ায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার উন্নয়নে সহযোগিতা বাড়ানোর জন্য একটি বহু-জাতীয় ফোরাম। এশিয়া এবং বিশ্বের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতার মধ্যে একটি ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে এই ফোরামের। ২৭টি সদস্য রাষ্ট্র নিয়ে সিআইসিএ গঠিত।

মন্তব্য

Beta version