শেষ পর্যন্ত রক্ষা পেতে যাচ্ছে রাজধানীর কলাবাগানের তেতুঁলতলা মাঠ। প্রধানমন্ত্রীর নির্দেশে এ মাঠে থানা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, `২০১৭ সালে আমরা এই জায়গা বরাদ্দ পেয়েছিলাম। থানা নির্মাণের জন্য এটা সরকার পুলিশকে দিয়েছিল। এটা পুলিশের জায়গা, পুলিশেরই থাকবে। তবে এখানে কোনও থানা হবে না।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এলাকার মানুষ যেভাবে এই জায়গাটি ব্যবহার করতেন, সেভাবেই ব্যবহার করবেন।’
তেঁতুলতলা মাঠ যদি জনগণের ব্যবহারের রাখা হয় তাহলে কলাবাগান থানা কোথায় স্থানান্তর করা হবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘পরে অন্য কোথাও জায়গা নির্ধারণ করা হবে থানার জন্য।’
এদিকে, এলাকাবাসী ও মানবাধিকার কর্মীদের আপত্তির মুখেও ওই মাঠের চারদিকে দেয়াল তুলে ফেলেছে পুলিশ। বুধবার রাতের মধ্যেই দেয়াল তোলার কাজ শেষ করে পুলিশ। এই অবকাঠামো নির্মাণের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দেয়াল থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা কোনও সমস্যা না। অবকাঠোমো বেশি কিছু হয়নি। জায়গাটি এলাকাবাসী যেভাবে ব্যবহার করতেন সেভাবেই করবেন।’
এসময় এখানে আর কোনো নির্মাণকাজ না হওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
তবে এটি পুলিশের অধিগ্রহণ করা সম্পত্তি হিসেবেই থাকবে এটা নিশ্চিত করেন তিনি।
উল্লেখ্য, রাজধানীর স্কয়ার হাসপাতালের উল্টোদিকে কলাবাগান যাওয়ার একটি গলির মুখে একটি খালি প্লট তেঁতুলতলা মাঠ হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে ওই প্লটটি সরকারি খাসজমি হিসেবে ছিল। ২০১৭ সালে জমিটি গোপনে তদানীন্তন সংসদ সদস্যের মাধ্যমে কেনার প্রক্রিয়া শুরু করে পুলিশ।
মন্তব্য