-->
শিরোনাম

ইয়েমেনের প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক
ইয়েমেনের প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি

ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদির প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তরকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার ( ২৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এ ঘটনার ফলে ইয়েমেনের রাজনৈতিক সংকট সমাধানের পথ উম্মুক্ত হবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ। একইসঙ্গে বাংলাদেশ উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রত্যাশা করে।

সম্প্রতি সৌদি আরব সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি ক্ষমতা হস্তান্তর করেন।

২০১৬ সালের পর প্রথমবারের মতো ইয়েমেন যুদ্ধে জড়িত পক্ষগুলোর সম্মতিতে রমজান মাসের শুরুতে দুই মাসের যুদ্ধ বিরতি শুরু হয়েছে। এর ৫ দিন পর ৭ এপ্রিল হাদি ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেন।

মন্তব্য

Beta version