আগামী ২৪ ঘন্টায় তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘অশনি’। আলীপুর আবহাওয়া দফতরের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
তাতে বলা হয়েছে- আলিপুর জানিয়েছে, এখন অশনি সাধারণ ঘূর্ণিঝড় হলেও আগামী ২৪ ঘণ্টার মধ্য়ে শক্তি বাড়িয়ে সিভিয়ার সাইক্লোন তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে।
খবরে বলা হয়-আপাতত মঙ্গলবার অর্থাৎ ১০ মে সন্ধ্যায় অন্ধ্র উপকূলে পৌঁছনোর কথা ‘অশনি’র। তারপর সামান্য বাঁক নিয়ে উত্তর দিকে ওড়িশা উপকূলের দিকে এগোবে। তবে কোন পথে স্থলভাগে প্রবেশ করবে তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘অশনি’তে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছিলো।
আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত পাঁচ নং বিশেষ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আবহাওয়া অফিস জানায়, এটি আজ দুপুর ১২ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১১২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১১৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিলো।
এটি আরো ঘণিভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৪৫ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমেটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমুহকে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসগারে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ করতে না বলা হয়েছে।
মন্তব্য