পি কে হালদারের বিষয়ে এখনও তথ্য দেয়নি ভারত: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
পি কে হালদারের বিষয়ে এখনও তথ্য দেয়নি ভারত: পররাষ্ট্রমন্ত্রী
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

বাংলাদেশে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারকারী এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) ভারতে আটক হবার বিষয়ে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো তথ্য দেয়নি ভারত।

সোমবার (১৬ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

'স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছে কি না আমি জানি না'- উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'ভারত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানালে তখন আমরা যা যা করার নীতিগতভাবে, আমাদের সেট প্রসিডিউর অনুযায়ী করব, যাতে আমরা তাকে বিচারের সম্মুখীন করতে পারি।'

তিনি বলেন, 'প্রথম আমাদের ভারত সরকার জানাবে এ লোক ওখানে আছে এবং হয়তো তার শাস্তি-টাস্তি করবে। সেগুলো হয়তো আমাদের বলবে, শাস্তির মেয়াদ বাংলাদেশে এসে শেষ করতে হবে। এটা আমরা অন্যান্য দেশের ক্ষেত্রেও করি। আমাদেরটাও তারা করে।'

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মতো পি কে হালদারকে দেশে ফেরানোর বিষয়টি ঝুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কি না?-এমন প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, 'আমরা অগ্রাধিকার ভিত্তিতে যা করতে চাই, ভারত আমাদের কথা শুনবে এবং সেই অনুয়ায়ী আমরা কাজ করবে।'

মন্তব্য