-->
শিরোনাম

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শনিবার আবদুল গাফ্‌ফার চৌধুরীর দাফন

নিজস্ব প্রতিবেদক
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শনিবার আবদুল গাফ্‌ফার চৌধুরীর দাফন

বরেণ্য সাংবাদিক, কলামিস্ট, সাহিত্যিক এবং “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানের রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ শনিবার (২৮ মে ) মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ লন্ডন হতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে শনিবার (২৮ মে ) সকাল ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (ফ্লাইট বিজি-২০২) যোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।

বিমানবন্দরে বাংলাদেশ সরকারের পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন। গার্ড অফ অনার এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ শনিবার বেলা ১টা হতে বিকাল ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে।

কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এরপর বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের পর বিকাল সাড়ে ৪টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশ্যে মরদেহ নিয়ে যাওয়া হবে। বিকাল সাড়ে ৫টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ সমাহিত করা হবে। আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ দেশে এনে দাফনের সকল প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সার্বক্ষণিক তদারকি করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

১৯ মে লন্ডনের একটি হাসপাতালে আবদুল গাফ্‌ফার চৌধুরী মৃত্যুবরণ করেন।

মন্তব্য

Beta version