বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় হজ পালনে হাজিদের সৌদি আরবে নেয়া এবং দেশে ফিরিয়ে আনার জন্য সুষ্ঠুভাবে বিমানের শিডিউল গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।
রোববার (২৯ মে) কমিটির সভাপতি র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য-বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোঃ মাহবুব আলী, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ সভায় অংশগ্রহণ করেন।
আসন্ন পবিত্র হজ পালন উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ যাত্রীদের পরিবহন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হজের উদ্দেশে ফ্লাইট কার্যক্রম চলমান থাকবে জানানো হয়।
কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন কার্যক্রম সুষ্ঠুভাবে ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করার সুপারিশ করেছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কমকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস
মন্তব্য