-->
শিরোনাম

সীতাকুণ্ড ট্র্যাজেডিতে বিরোধীদলীয় নেতার শোক

নিজস্ব প্রতিবেদক
সীতাকুণ্ড ট্র্যাজেডিতে বিরোধীদলীয় নেতার শোক
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি (ফাইল ফটো)

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিরোধীদলীয় নেতা সরকারকে আগুন দ্রুত নিযন্ত্রণে এনে উদ্ধার তৎপরতা পরিচালনাসহ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সর্বাত্নক সহযোগিতার আহ্বান জানান।

তিনি ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বিরোধীদলীয় নেতা বলেন, ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ছড়িয়ে পড়া কেমিক্যাল সমুদ্রে পড়লে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের শঙ্কা থেকে যাবে।

এজন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান তিনি।

আহতদের দ্রুত সুস্হতা কামনা করে বিরোধীদলীয় নেতা সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানান।

ফায়ার সার্ভিস, পুলিশ-প্রশাসন, সেনাবাহিনী, চিকিৎসকদের দ্রুত পদক্ষেপ গ্রহণের ফলে হতাহতের সংখ্যাসহ আরো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

এজন্য বিরোধীদলীয় সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান।

বিরোধীদলীয় নেতা নিহতদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

মন্তব্য

Beta version