-->

প্রবাসী আয়ে প্রণোদনা আড়াই শতাংশ

নিজস্ব প্রতিবেদক
প্রবাসী আয়ে প্রণোদনা আড়াই শতাংশ

বৈধ পথে প্রবাসী আয় প্রেরণকে অধিকতর উৎসাহ প্রদানের লক্ষ্যে বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সের ওপর প্রণোদনা আড়াই শতাংশই থাকছে।

এরই মধ্যে পাঁচ লাখ টাকার উপর পর্যন্ত প্রবাসী আয়ে আড়াই শতাংশ নগদ প্রণোদনা পাওয়ার শর্ত শিথিল করেছে সরকার।

এতদিন পাঁচ লাখ টাকার বেশি আয় পাঠাতে সংশ্লিষ্ট ডকুমেন্ট দিতে হতো, যা সম্প্রতি প্রত্যাহার করা হয়েছে।আজ বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এ পদক্ষেপগুলোর কারণে সাম্প্রতিক মাসগুলোতে প্রবাস আয়ের প্রবাহ আবারো বাড়তে শুরু করেছে।

দ্রুত প্রবাসী আয়ে প্রবৃদ্ধির ধারা ফিরে আসবে।দেশের প্রবাসী আয়ে ২০২০-২০২১ অর্থবছরে রেকর্ড ৩৬ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল।

তবে ২০২১-২০২২ অর্থবছরের শুরু থেকেই প্রবাস আয় কিছুটা হ্রাস পেতে শুরু করেছে।তাই বৈধ পথে প্রবাসী আয় প্রেরণকে অধিকতর উৎসাহ প্রদানের লক্ষ্যে আমরা এ খাতে প্রণোদনার হার ০ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি করে চলতি বছরের জানুয়ারিতে ২ দশমিক ৫ শতাংশে নির্ধারণ করেছি। 

মন্তব্য

Beta version