-->

জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব

প্রস্তাবিত বাজেটে জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জননিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে।

এবার বরাদ্দ দেয়া হয়েছে ২৪ হাজার ৫শ’ ৯৪ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ১ হাজার ৫শ’ ১৪ কোটি টাকা বেশি।

গত বছরের বাজেটে বরাদ্দ ছিল ২৩ হাজার ৮০ কোটি টাকা। গত বছরের বাজেটে পরিচালনা ব্যয় ধরা হয়েছিলো ২১ হাজার ৪শ ৮৫ কোটি টাকা।

আর উন্নয়ন ব্যয় ধরা হয়েছিলো ১ হাজার ৫৯৭ কোটি টাকা।

এবারের বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ৪০ হাজার ৩শ’ ৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা গত বছরের তুলনায় ২ হাজার ৬শ’ ৬৯ কোটি টাকা বেশি।

গত বছরের বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ ছিল ৩৭ হাজার ৬শ’ ৯১ কোটি টাকা।

আইন ও বিচার বিভাগে এবারের বাজেটে ১ হাজার ৯শ’ ২৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছে। যা গত বছরের তুলনায় বাড়ানো হয়েছে ১শ’৯ কোটি টাকা।

গত বছরের বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ১ হাজার ৮শ’ ১৫ কোটি টাকা। এতে পরিচালনা ব্যয় ধরা হয়েছিলো ১ হাজার ৪৬৪ কোটি টাকা।

আর উন্নয়ন ব্যয় ধরা হয়েছিলো ৩৪৯ কোটি টাকা।

জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতের মধ্যে রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আইন ও বিচার বিভাগ, জননিরাপত্তা বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং সুরক্ষা সেবা বিভাগ।

সুপ্রিম কোর্ট বিভাগের জন্য ২৩০ কোটি টাকা বরাদ্দ দেয়ার প্রস্তাব করা হয়েছে, যা গত বছরের বাজেটের তুলনায় বেড়েছে ৫ কোটি টাকা।

গত অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ২২৫ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে দুর্নীতি দমন কমিশনে বরাদ্দ বাড়ানো হয়েছে। বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ১৫৯ কোটি টাকা।

আসছে অর্থবছরের জন্য বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ১৭৯ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ২০ কোটি টাকা টাকা বেশি।

গত বছরের বাজেটে পরিচালনা ব্যয় ছিল ১৩৮ কোটি টাকা। এবং উন্নয়ন ব্যয় ছিল ধরা হয়েছিলো ২১ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে ৪ কোটি টাকা।

২০২২-২০২৩ অর্থবছরে বরাদ্দ হিসেবে প্রস্তাব করা হয়েছে ৪০ কোটি টাকা। তবে গত অর্থবছরে সংশোধিত বরাদ্দ ছিল ৩৬ কোটি টাকা।

সুরক্ষা সেবা বিভাগেও বরাদ্দ বাড়িয়ে প্রস্তাব দেয়া হয়েছে। আসছে অর্থবছরে বরাদ্দ ধরা হয়েছে ৪ হাজার ১৮৭ কোটি টাকা।

বিদায়ী অর্থবছরে সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ৩ হাজার ৮০৮ কোটি টাকা।

গত বাজেটে এই বিভাগে পরিচালনা ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ৫৫০ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ছিল ১ হাজার ২৫৮ কোটি টাকা।

 

মন্তব্য

Beta version