-->

ব্রুনাইয়ে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন হাইকমিশনার

কূটনৈতিক প্রতিবেদক
ব্রুনাইয়ে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন হাইকমিশনার
ব্রুনাইয়ে ‘বাংলাদেশঃ একটি আকর্ষনীয় ও সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য’ শীর্ষক অনুষ্ঠানে সে দেশে নিযুক্ত হাইকমিশনার নাহিদা রহমান সুমনা

ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রথম অর্থনৈতিক কূটনীতি সপ্তাহ পালন করা হয়েছে। এতে ‘বাংলাদেশঃ একটি আকর্ষনীয় ও সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশে অমিত বিনিয়োগ সম্ভাবনা দেশটির বিনিয়োগকারীদের কাছে তুলে ধরেন সে দেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনা।

আজ সোমবার ( ১৩ জুন ) ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

এতে বলা হয়, ব্রুনাই হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে ব্রুনাইয়ের জাতীয় চেম্বার অফ কমার্সসহ অন্যান্য চেম্বার্সের ও ব্যবসায়ী কমিউনিটির সদস্য, ব্রুনাইয়ে কর্মরত বাংলাদেশ কমিউনিটির সদস্য এবং ব্রুনাইয়ের সুশীল সমাজের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সবাইকে বাংলাদেশের অগ্রযাত্রা সফল করতে অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমান সুমনা।

তিনি জানান যে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত ‘প্রথম অর্থনৈতিক কূটনীতি সপ্তাহ’ পালনের অংশ হিসেবে বিদেশের সকল বাংলাদেশ মিশন নানারকম পরিকল্পনা হাতে নিয়েছে।

ব্রুনাইয়ের ব্যবসায়ী কমিউনিটির কাছে বাংলাদেশের অমিত বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরার প্রচেষ্টার অংশ হিসেবে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এরকম আরো অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে সুগম করতে ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশন সক্রিয় ভুমিকা পালন করতে বদ্ধপরিকর।

অনুষ্ঠানে ‘বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের পরিবেশ ও মানব সম্পদের যথাযথ ব্যবহার’-এর উপর প্রেজেন্টেশন প্রদান করেন হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) ও দূতালয় প্রধান জিলাল হোসেন।

তিনি বাংলাদেশে বিনিয়োগের সুযোগ ও উপকারিতা, বিনিয়োগের ক্ষেত্রসমূহ, ও বাংলাদেশের মানব সম্পদ সম্পর্কে দেশটির বিনিয়োগকারীদের ধারণা দেন।

অন্যদিকে “বাংলাদেশঃ একটি আকর্ষনীয় ও সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য” এই শীর্ষক একটি প্রেজেন্টেশন প্রদান করেন হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) তন্ময় মজুমদার।

তিনি বাংলাদেশের অর্থনীতির সাম্প্রতিক চিত্র, বৈদেশিক বিনিয়োগের পরিসংখ্যান, বিনিয়োগ বৃদ্ধির কারণ, বাংলাদেশে বিভিন্ন দেশের বিনিয়োগের ক্রমবর্ধমান আগ্রহ, পদ্মা সেতুসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বর্তমান সরকারের সফলতার উপর আলোকপাত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটি নেটওয়ার্ক ইভেন্টের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত সবাই একে অপরের সঙ্গে পরিচিত হন এবং বাংলাদেশে বিনিয়োগের সুযোগ ও প্রনোদনাসহ আনুষঙ্গিক আরো বিষয় সম্পর্কে অতিথিরা ধারণা পান।

মন্তব্য

Beta version