বন্যাদুর্গতদের মধ্যে কেউ না খেয়ে থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিলেট সার্কিট হাউসে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের সঙ্গ মতবিনিময়কালে তিনি বলেন, মানুষের সেবা করাই তো আমাদের কাজ।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের তরফ থেকে যা যা করার, আমরা করে যাচ্ছি। খাদ্য-ঔষধ সব কিছুরই ব্যবস্থা আছে, যত লাগে আমরা দিতে পারবো। রাস্তাঘাট মেরামত, ঔষধ, এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। এগুলোর ব্যবস্থা আমরা নেবো।
পানি নেমে গেলে করণীয় বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘পানি নেমে গেলে ব্লিচিং পাউডার ছিটাতে হবে। ডায়রিয়া দেখা দিতে পারে। সেজন্যও সব প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’
মতবিনিময় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, একটি মানুষও না খেয়ে মারা যায়নি। প্রতিটি জায়গায় আমরা খাবার দিয়েছি। প্রতিটি আশ্রয় শিবিরে আমাদের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।
পরিকল্পিতভাবে নদীগুলো খনন ও শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানানো হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সব পরিকল্পিতভাবেই হবে।
কিছু সংখ্যক ব্যবসায়ীরা চিড়া গুড়ের দাম বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করা হয়।
জেলা যুবলীগ নেতা ভিপি শামীম বলেন, যুবলীগ প্রতিটি উপজেলায় গেছে। তারা দেখেছেন- দুই তলার মধ্যে এক তলা পানির নিচে। ঘরে স্ত্রীদের জমানো টাকা নিয়ে আমার যুবলীগের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়াচ্ছে।
মন্তব্য