-->
শিরোনাম

মাটি ভরাট করে নয়; হাওড় অঞ্চলে হবে এলিভেটেড সড়ক : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
মাটি ভরাট করে নয়; হাওড় অঞ্চলে হবে এলিভেটেড সড়ক : প্রধানমন্ত্রী

হাওড় অঞ্চলে মাটি উঁচু করে বা ভরাট করে কোনো সড়ক হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিলেট সার্কিট হাউসে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন- আমি নির্দেশ দিয়ে দিয়েছি। মাটি উঁচু করে ভরাট করে কোনো সড়ক হবে না। সব এলিভেটিড সড়ক হবে।

তিনি বলেন, এলিভেটেড সড়ক হলে সেগুলো সহসা নষ্ট হয় না। দুর্যোগে এসব সড়কে যাতায়াতও সুবিধা হয়। সেভাবেই করা দরকার।

কুশিয়ারা নদী এর আগে একবার ড্রেজিং করার উদ্যোগ নেওয়া হয়েছিলো জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কিছুটা ড্রেজিং করাও হয়েছিলো। কিন্তু ওভাবে করলে হবে না। যেটা দরকার হচ্ছে- একবার ক্যাপিটাল ড্রেজিং করার পর প্রতিবছর একটা মেইনটেন্স ড্রেজিং দরকার।

কেননা এতো বেশি সিল্ট আসে, সেই সিল্টগুলোও কিন্তু কাজে লাগানো যায়। যে সিল্ট আসে এটা থেকে কিন্তু হলব্লক তৈরি করা যায়। যেটা আমাদের বিল্ডিং বানানোর কাজে আসে।

কাজেই নদী ড্রেজিং এটা আমাদের সব সময় আছে।

নদীরও একটা চরিত্র আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী মনু নদীর উদাহরণ দিয়ে বলেন, আগে একবার বন্যা আসলো। এটা মৌলভীবাজারে।

ওখানকার মুরব্বীরা বললেন, একশ বছর আগে মনু নদী যে চ্যানেল দিয়ে যাচ্ছিলো, সেই জায়গাটায় আঘাত করলো। সেখান থেকে সব ভাসিয়ে নিয়ে যায়। কাজেই নদীরও একটা চরিত্র আছে।

প্রধানমন্ত্রী বলেন, এই বন্যা আসাটা আমার মনে হয় ঘাবড়ানোর কিছু না। বাংলাদেশের মানুষকে সবসময় এ ধরনের প্রকৃতিক দুর্যোগের সঙ্গে বসবাস করতে হবে এই মানসিকতা থাকতে হবে।

এই বিশ্বাস থাকতে হবে। সে কারণে আমাদের অবকাঠমোগত যত উন্নয়ন হবে সেগুলো মাথায় রেখেই হবে।

মন্তব্য

Beta version