-->
শিরোনাম

বন্যাদুর্গতদের জন্য দোয়া করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
বন্যাদুর্গতদের জন্য দোয়া করলেন প্রধানমন্ত্রী
বন্যাদুর্গতদের জন্য দোয়া করেন প্রধানমন্ত্রী /ছবি: পিএমও

বন্যাদুর্গতদের জন্য দোয়া করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে সিলেট সার্কিট হাউসে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় শেষে প্রধানমন্ত্রী যান জালাল (রা:) এর মাজার জিয়ারতে। এরপর তিনি জিয়ারত করেন হযরত শাহ পরানের (রা.) মাজার।

তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন।

মোনাজাতে প্রধানমন্ত্রী বন্যাদুর্গতদের জন্য দোয়া করেন।

সকাল ১০ টার দিকে হেলিকপ্টারে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। সেখান থেকে যান সার্কিট হাউসে।

মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের তরফ থেকে যা যা করার, আমরা করে যাচ্ছি। খাদ্য-ঔষধ সব কিছুরই ব্যবস্থা আছে, যত লাগে আমরা দিতে পারবো। রাস্তাঘাট মেরামত, ‍ঔষধ, এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। এগুলোর ব্যবস্থা আমরা নেবো। 

মন্তব্য

Beta version