-->
শিরোনাম

'সাংবাদিকরা নিজেদের ভীতিকর হিসেবে গড়ে তুলবেন না'

জাবি প্রতিনিধি
'সাংবাদিকরা নিজেদের ভীতিকর হিসেবে গড়ে তুলবেন না'

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, 'সংবাদিকেরা নিজেদের জনগনের নিকট ভীতিকর হিসেবে নিজেদের গড়ে তুলবেন না। বরং নিজেদেরকে জনগনের বন্ধু হিসেবে গড়ে তুলুন। তাহলে সাংবাদিকদের মাধ্যমে এই সমাজ উপকৃত হবে, এই দেশ উপকৃত হবে।'

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন ।

বুধবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয়।

এতে নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করে গত সেশনের কমিটির সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলম । এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিল বাংলাদেশের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. মনজুরুল হক , বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শহীদ রফিক জব্বার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সোহেল আহমেদ, ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আলমগীর কবির, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক এ এ মামুন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, বিশ্ববিদ্যালয় প্রাধ্যক্ষ কমিটির সভাপতি মোহা মুজিবুর রহমান, জাবিসাস নির্বাচন-২০২২ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক হাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম (এনটিএফ) সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুল আহসান, শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধারন সম্পাদক হাবিবুর রহমান লিটন, ছাত্র ইউনিয়ন সভাপতি রাকিবুল রনি, ছাত্রফ্রন্ট সভাপতি আবু সাঈদ প্রমুখ।

মন্তব্য

Beta version