জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমার এক মাত্র শক্তি আপনার। আমার একমাত্র শক্তি জনগণ।
পদ্মা সেতু উদ্বোধন শেষে মাদারীপুরের জাজিরায় জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি বলেন, বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না। ঘর করে দেওয়া হবে। ঘর করে দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন- আজকের এই সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা শেখ মুজিবুর রহমান। সরকার গঠনের পর মাত্র সাড়ে তিন বছরের মতো সময় পেয়েছেন জাতির পিতা। ওই অল্প সময়ে তিনি দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন। যার স্বপ্ন বাস্তবায়নে রাতদিন কাজ করছি। ফল ফলশ্রুতিতে আজকের এই স্বপ্নের পদ্মা সেতু।
বঙ্গবন্ধু কন্যা বলেন- আজকের এই সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে আমরা প্রমাণ করেছি যে বাংলাদেশ কোন ষড়যন্ত্রে মাথানত করে না। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছি। খালেদা জিয়া আর ড. মুহাম্মদ ইউনুসের ষড়যন্ত্রে বিশ্ব ব্যাংক যখন অর্থ বন্ধ করে, তখন আমি ঘোষণা করেছিলাম যে-বাংলাদেশ নিজস্ব অর্থায়নে এই সেতু করবে। তখন খালেদা জিয়া বলেছিলেন- এই সেতু করতে পারবে না আওয়ামী লীগ। আজকে খালেদা জিয়াকে এসে দেখে যেতে বলেন, যে আমরা সেতু করতে পেরেছি কিনা।
মন্তব্য