পদ্মা সেতু নিয়ে নানা রকমের ষড়যন্ত্র হয়েছে। কিন্তু জনগণের দৃঢ়তায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ড. ইউনুসের ষড়যন্ত্র কাজে আসেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদ্মা সেতু উদ্বোধন শেষে মাদারীপুরের জাজিরায় জনসভায় তিনি বলেন, আজকের এই সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে আমরা প্রমাণ করেছি যে বাংলাদেশ কোন ষড়যন্ত্র মাথানত করে না। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছি। খালেদা জিয়া আর ড. মুহাম্মদ ইউনুসের ষড়যন্ত্রে বিশ্ব ব্যাংক যখন অর্থ বন্ধ করে তখন, আমি ঘোষণা করেছিলাম বাংলাদেশ নিজস্ব অর্থায়নে এই সেতু করবে। তখন খালেদা জিয়া বলেছিলেন- এই সেতু করতে পারবো না আমরা।
উপস্থিত জনগণের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, আজকে খালেদা জিয়াকে এসে দেখে যেতে বলেন, যে আমরা সেতু করতে পেরেছি কিনা। তিনি বলেন- একটি ব্যাংকের এমডির পদ থেকে সরিয়ে দেয়ায় ড. ইউনুস আমাদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন। কিন্তু দেশের জনগণের অবিচলতায় আর দৃঢ়তায় ষড়যন্ত্র মোকাবেলা করতে পেরেছি আমরা।
তিনি বলেন- ২০০১ সালে এই পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলাম। কিন্তু পরে বিএনপি- জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর খালেদা জিয়া তা বন্ধ করে দেয়।
প্রধানমন্ত্রী বলেন- এই সেতু করতে গিয়ে আমার পরিবারের সদস্যরা অনেক অপমান সহ্য করেছেন। আমার অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান, সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনও অনেক অপমান মেনে নিয়েছেন। কিন্তু আজ সকল অপমানের জবাব দেয়া হল।
মন্তব্য