ঢাকা: কর্মজীবীদের প্রতিদিন সকালে যানজট এবং ভ্যাপসা গরমের মধ্যে বাসা থেকে অফিসে আসতে হয় নগরবাসীর। কিন্তু রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস সকালে এক পশলা বৃষ্টিতে স্বস্তিতে অফিস যাত্রা করেছেন। তবে গণপরিবন কম থাকায় অনেক বেশি ভাড়ায় সিএনজি, মোটর বাইকে করে অফিসে এসেছেন। জানাগেছে, সাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে।
আবহাওয়াবিদরা বলেছেন, চলতি সপ্তাহে এই গুঁড়ি বৃষ্টি থাকবে। মৌসুমি বায়ুর কারনে এমন এমনটি হচ্ছে বলে জানয়েছে আবহওয়া দপ্তর। তথ্যমতে- দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণ অঞ্চলের আকাশে মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন এমন বৃষ্টি থাকবে।
আবহাওয়া অধিদপ্তর শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয় এতে।
ভোরের আকাশ/জেএস/
মন্তব্য