-->

ভোগান্তি কমাতে ই-নামজারির ফি অনলাইনে বাধ্যতমূলক

নিজস্ব প্রতিবেদক
ভোগান্তি কমাতে ই-নামজারির ফি অনলাইনে বাধ্যতমূলক

ঢাকা: ভূমি অফিসে গ্রাহক সেবার ভোগান্তি কমাতে এবং নাম জারির জটিলতা এড়াতে আজ থেকে (রোববার ০২ অক্টোবর) ই-নামজারির ফি অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এদিন ভূমি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

এর আগে ০১ অক্টোবর থেকে ভূমির (জমির) নামজারির সব কাজ অনলাইনে মাধ্যমে চালু হয়। যাকে ই-নামজারি বলা হচ্ছে।

 

এর আগে ভূমি অফিস বা সংশ্লিষ্ট দপ্তরে সেবা গ্রহতিতারা টাকা জমাদেওয়ার জটিলতা পড়তে হতো। নতুন উদ্যোগে এর কিছুটা কমবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।

 

ভূমি সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, মানুষের ভোগান্তি লাঘব এবং জটিলতা এড়ানোর জন্য ই-নামজারি আবেদন ও নোটিশ ফির মত নামজারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফিও কেবল অনলাইনে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

মন্ত্রণালয় জানিয়েছে, নামজারির ডিসিআর ফি ১ হাজার ১০০ টাকা অনলাইনে প্রদান বাধ্যতামূলক। গ্রহকের সেবা পেতে সমস্যা হলে প্রয়োজনে ভূমিসেবা হেল্পলাইন ১৬১২২ নম্বরে কল করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

 

ভোরের আকাশ/জেএস/

 

মন্তব্য

Beta version