ঢাকা: হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দূর্গা পূজা নির্বিঘ্ন করতে সরকারী দলের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চাইলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (০২ অক্টোবর) রাজধানীর রমনা কালী মন্দিরে পরিদর্শনে গিয়ে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, ‘বর্তমান সরকারের সময়ে ১২টি পূজা সম্পূর্ণ হয়েছে, এবারেরটা নিয়ে ১৩টি। শুধুমাত্র একটি দূর্গা পূজায় আক্রমণ করেছে দুর্বৃত্তরা। এটি টার্গেট করে করা হয়েছে। গতবছর নোয়াখালী, কুমিল্লা এবং রংপুরে তারা হামলা করেছে। কি দুঃখজনক ঘটনা ঘটেছে। চৌমুহনীতে (নোয়াখালী) কি বীভৎস অগ্নিকাণ্ড ঘটিয়েছে। সেখানে কয়েকজন হিন্দু ভাই-বোন মারাও গেছেন। আগুনে পুড়ে দোকানপাট ছাই হয়ে গেছে।’
‘এ কাণ্ড টার্গেট করে করা হয়েছে। তারাই এটা করেছে, যারা হিন্দুদের বাড়ি-ঘর দখল করে, জমিন দখল করে, ওই দুর্বৃত্তরাই ঘটিয়েছে। যেটা এত বছর হলো না, সেই রকম একটা সহিংস ঘটনা তারা করলো। এত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। সেখানে গত বছরের ঘটনা আমাদের নিদারুণ লজ্জা দিয়েছে।’
‘এবার যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে জন্য আমরা আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি পার্টিও সক্রিয় অবস্থানে আছি। যেখানে প্রয়োজন হবে- আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা পাবো। তবে- এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে (পূজা) হচ্ছে।’
তিনি বলেন, ‘একটা দিন আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করবো। সনাতন ভাই-বোনরা যাতে নিরাপদে থাকতে পারেন, সে জন্য কাজ করবো। শুধু আমরা নয়, এটা সব দলের দায়িত্ব। বিরোধী দলকে বলবো- আপনারাও সহাযোগিতা করবেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে সমস্যায় ফেলতে কোন ঘটনা ঘটালে, তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে। কেউ রেহাই পাবে না।’
ভোরের আকাশ/জেএস/
মন্তব্য