-->
শিরোনাম

শেখ রাসেল এর জন্মদিনে সব সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ সেবা

নিজস্ব প্রতিবেদক
শেখ রাসেল এর জন্মদিনে
সব সরকারি হাসপাতালে
বিশেষজ্ঞ সেবা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ। মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর থেকে জাতির পিতা শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার দেশের সব সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ সেবা প্রদানের পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও কিনিকসমূহ) স্বাক্ষরিত এক স্বারকে বলা হয়েছে, শেখ রাসেল দিবস উপলক্ষে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতল এবং বিশেষায়িত হাসপাতালে শিশু বিশেষজ্ঞ দ্বারা সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বর্হিবিভাগের সেবা প্রদান করা হবে। বাংলাদেশ শিশু হাসপাতালে শিশু হৃদরোগীদের বিনামুল্যে করোনারি স্ট্যান্ট ও ডিভাইস স্থাপণ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এছাড়া সকাল ১১ টায় রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল প্রঙ্গনে শেখ রাসেল এর প্রতিকৃতিতে অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ পুষ্পস্তবক অপর্ণ করবেন।

মন্তব্য

Beta version