-->

জানয়ারির মধ্যে জাতীয় গ্রিডে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হবে

নিজস্ব প্রতিবেদক
জানয়ারির মধ্যে জাতীয় গ্রিডে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ হবে

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ভোলা গ্যাসক্ষেত্র থেকে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাহাজে করে জাতীয় গ্রিডে যোগ হবে। তিনি বলেন, আগামী ডিসেম্বর-জানুয়ারি নাগাদ এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ কয়লা থেকে পাওয়া যাবে।

 

রোববার চলমান সংকটময় পরিস্থিতি নিয়ে রাজধানীতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি আয়োজিত ‘শিল্প খাতে জ্বালানি সংকটের প্রভাব প্রশমন’-শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

উপদেষ্টা বলেন, বর্তমান স্পট মার্কেটের দরে আগামী ছয় মাস যদি ২০০ এমএমসিএফ গ্যাস আমদানি করি, তাতে দীর্ঘমেয়াদি এলএনজির চেয়ে অতিরিক্ত খরচ হবে প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার। কিন্তু এই পরিমাণ ডলার বিনিয়োগের মতো অবস্থানে সরকার নেই।

 

তিনি আরও বলেন, বিশ্ব পরিস্থিতি কোন দিকে যাবে সেটা আমরা কেউ জানি না। তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে। সংকটে যা করা প্রয়োজন সরকার তা-ই করছে। সবাইকে সাহস রাখার আহবান জানান তিনি।

 

আলোচনা সভায় ব্যবসায়ীরা বলেন, জ্বালানি সংকটে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা তাদের জন্য কষ্টকর হয়ে পড়ছে। সংকটে তাদের ৪০ থেকে ৬০ শতাংশ উৎপাদন কমে গেছে উল্লেখ করে তারা বিদ্যুৎ-জ্বালানিকে কাঁচামাল হিসেবে বিবেচনা করার আহবান জানান। অন্যথায় দেশের অর্থনীতি মন্দার মুখে পড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version