কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার পৌনে ১০ টার দিকে মনোহরগঞ্জ উপজেলার কুমিল্লা-নোয়াখালী রেললাইনের খিলার তুঘুরিয়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। একজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পথে।
নিহতরা হলেন, মনোহরগঞ্জের উত্তর হাওলার গ্রামের ড্রাইভার মো. সহিদুল ইসলাম (৪০), মাকসুদুর রহমান (৬৫), মো. হাবীব (২০) ও জেলার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বড়নিখন্ড গ্রামের মহিফুল বেগম (৩৫)।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন জানান, ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা উদ্ধারের পর ১ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় হুমায়ুন কবির মানিক জানান, কুমিল্লা মনোহরগঞ্জের মুন্সিরহাট নিয়ে যাত্রী নিয়ে সিএনজি অটোরিক্সাটি জেলার নাঙ্গলকোট তুঘুরিয়া বাজারে যাচ্ছিল। পথে কুমিল্লা-নোয়াখালী রেললাইনের তুঘুরিয়া রেলক্রসিংয়ে নোয়াখালী থেকে ছেড়ে আসা নোয়াখালী এক্সপ্রেসে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এসময় রেলক্রসিংয়ে গেইনম্যান ছিলেন না। কারণ ওই রেলক্রসিংয়ে জন্য কোনো গেইটম্যান নেই।
ভোরের আকাশ/আসা
মন্তব্য