আজ ১০ ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় ‘মানব-মর্যাদা, স্বাধীনতা আর ন্যায়পরায়ণতায়, দাঁড়াব সকলেই অধিকারের সুরক্ষায়’ অত্যন্ত প্রাসঙ্গিক হয়েছে।
১৯৪৮ সালের এ দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এ দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্বজুড়ে এ দিনটি পালিত হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি ও বেসরকারিভাবে দিবসটি পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
বিভিন্ন মানবাধিকার সংগঠন আজ মানববন্ধন, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে।
এদিকে গত ২২ সেপ্টেম্বর থেকে টানা আড়াই মাস শূন্য থাকার পর গত ৮ ডিসেম্বর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যপদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সাবেক সচিব কামাল উদ্দিন আহমেদকে তিন বছরের জন্য জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এ ছাড়া একজন সার্বক্ষণিক ও ৫ জন অবৈতনিক সদস্য নিয়োগ দেয়া হয়েছে।
ভোরের আকাশ/নি
মন্তব্য