-->
শিরোনাম

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন বসছে আজ

নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন বসছে আজ

একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন তথা শীতকালীন অধিবেশন বসছে আজ বৃহস্পতিবার। নতুন বছরের প্রথম অধিবেশন বিকেল ৪টায় বসবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতাবলে এ অধিবেশন আহŸান করেছেন।

 

নিয়ম অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের প্রথম দিনই ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবেই এ ভাষণ দেবেন রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। সবশেষে ধন্যবাদ প্রস্তাব সংসদ গ্রহণ করবে।

 

গত ১৯ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদের এ অধিবেশন আহব্বান করেন।

 

জাতীয় সংসদের এ অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। তবে কোভিড-১৯ পরিস্থিতির কারণে গত তিন বছর অধিবেশনের মেয়াদ স্বল্প দিন হলেও এ অধিবেশন তুলনামূলক দীর্ঘ হতে পারে।

 

এই অধিবেশনে কয়েকটি নতুন বিল উপস্থাপন এবং আগে উপস্থাপিত বিলের মধ্যে কয়েকটি পাসের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

 

এবারের অধিবেশনেও সংসদ সদস্য এবং সংসদের অধিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট সবার কোভিড পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ হলে সংসদ ভবনে প্রবেশাধিকার থাকবে।

 

জানা যায়, একাদশ জাতীয় সংসদে এটিই হতে পারে রাষ্ট্রপতির শেষ ভাষণ। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

এ বছর ডিসেম্বরের শেষে অথবা আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আভাস রয়েছে। সে অনুযায়ী চলতি বছরই নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে।

 

ভোরের আকাশ/নি 

 

মন্তব্য

Beta version