আগামীকাল রবিবার দুপুরের পূর্বে ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন সা’দ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলবী।
ইজতেমার দ্বিতীয় পর্বের গণমাধ্যম বিষয়ক সমন্বয়কারী মো: সায়েম এর সাথে যোগাযোগ করলে বিদেশী মেহমানের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাত হাজার সাতশত পঁচিশ জন বিদেশী মেহমান ময়দানে অবস্থান নিয়েছেন, অনেকেই পথে রয়েছে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এ পর্যন্ত সৌদি আরব, ভারত, পাকিস্তান, কাতার, জর্ডান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ ৬১টি দেশের সাত হাজার সাত শত পঁচিশ জন বিদেশী মেহমান ময়দানে অবস্থান নিয়েছেন, এবং অনেকেই এখনো পথে রয়েছেন।
অনেকেই আখেরী মোনাজাতের আগ পর্যন্ত ময়দানে আসবেন।
ইন্দোনেশিয়ার নাগরিক আব্দুর রাজ্জাক (৫৫) বলেন, দ্বিনের মেহনতে আল্লাহকে রাজি খুশি করতে তাবলিগের দাওয়াতে বেরিয়েছি। টঙ্গীর ইজতেমা শেষে আমরা ভারতে অবস্থান নেবো। আমাদের চিল্লার সময় শেষ হলে দেশে ফিরবো।
আমি এ পর্যন্ত টঙ্গীর ইজতেমায় তিন এসেছি। আল্লাহ তৌফিক দিলে আবার আসবো।
ভোরের আকাশ/নি
মন্তব্য