-->
শিরোনাম

প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: অগ্রযাত্রায় ভোরের আকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: অগ্রযাত্রায় ভোরের আকাশ

দৈনিক ভোরের আকাশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার এ উপলক্ষে পুরানা পল্টনের প্রীতম জামান টাওয়ারে অবস্থিত ভোরের আকাশের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত মনোরঞ্জন ঘোষাল কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

 

এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সম্পাদক টুলু বিশ্বাস, নির্বাহী সম্পাদক ওমর ফারুক শামীম, বার্তা সম্পাদক অনিল সেন, প্রধান প্রতিবেদক এম বদি-উজ-জামান, মফস্বল সম্পাদক আল ইসলাম কায়েদ, বিজনেস এডিটর মো. কামরুল হাসান, হেড অব মার্কেটিং মো. অলিউল্লাহ শাহীন, সার্কুলেশন শাখার ব্যবস্থাপক শফিকুল আলম লিটু, সম্পাদনা সহকারী বিভাগের প্রধান মো. শাখাওয়াত হোসেনসহ কর্মরত সাংবাদিক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোরের আকাশ অফিসকে ফুল ও বেলুন দিয়ে নতুনভাবে সাজানো হয়।

 

এ সময় অফিসে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ভোরের আকাশের উপদেষ্টা ও সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা. এস জেড আতীক উপস্থিত থেকে ভোরের আকাশের অগ্রযাত্রার সফলতা কামনা করেন।

 

অনুষ্ঠানে ভোরের আকাশের সঙ্গে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে মনোরম পরিবেশের সৃষ্টি হয়। একে অপরকে কেক খাইয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে শরিক হন। একইসঙ্গে ভোরের আকাশের অব্যাহত অগ্রযাত্রার সফলতা কামনা করেন। এমন অনুষ্ঠানে শরিক হয়ে সন্তুষ্টি প্রকাশ করেন উপস্থিত সবাই।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version