বাংলাদেশে জীবন যাত্রার ব্যয় নিয়ে প্রতিবেদন করার জন্য প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়নি। তাকে গ্রেপ্তার করা হয়েছে ‘শিশুকে অপব্যবহার’ ও ‘শিশু শোষণের’ কারণে।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের নজরে এসেছে, কয়েকটি আন্তর্জাতিক মিডিয়া এবং প্রতিষ্ঠান দাবি করছে যে বাংলাদেশের শামসুজ্জামান নামে একজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, কারণ তিনি ‘বাংলাদেশে জীবন যাত্রার ব্যয়’ লিখেছেন। এই তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এই সাংবাদিককে ‘শিশুকে অপব্যবহার ’ ও ‘শিশু শোষণের’ কারণে গ্রেপ্তার করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনেক মিডিয়া বাংলাদেশে প্রতিদিনের জীবনযাত্রার ব্যয় নিয়ে ক্রমাগত প্রতিবেদন করে আসছে যা বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য সৃষ্টি হয়েছে।
এ ধরনের প্রতিবেদনের কারণে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। তিনি নয় বছরের একটি ছেলেকে ১০ টাকা প্রস্তাব দেন। তারপর সেই শিশুটির নামে নিজের মতামত প্রকাশ করেন। এটি অবশ্যই শিশু নির্যাতন এবং শোষণের কাজ।
বিবৃতিতে বলা হয়, মহান স্বাধীনতা দিবসে তিনি বাংলাদেশের স্বাধীনতাকে ক্ষুণœ করার চেষ্টা করেছিলেন। এই কাজগুলো অবশ্যই শাস্তিযোগ্য অপরাধের সমতুল্য। বাংলাদেশ সরকার তার সকল নাগরিক ও গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতি বদ্ধ। তবে এ ধরনের প্রতারণামূলক কাজ করে সামাজিক অস্থিরতা সৃষ্টি করা সৎ সাংবাদিকতার চেতনার পরিপন্থী।
বাংলাদেশ সরকার জাতিসংঘের শিশু অধিকার কনভেনশনের (সিআরসি) পক্ষ হিসেবে, শিশুদের নির্যাতনের এ ধরনের কোনো কাজকে বরদাস্ত করবে না।
জাতির মহান স্বাধীনতা দিবসকে কলঙ্কিত করার লক্ষ্যে এ ধরনের কোনো প্রচেষ্টা সরকার মেনে নেবে না।
ভোরের আকাশ/নি
মন্তব্য