-->

ডা. জাফরউল্লাহ চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক
ডা. জাফরউল্লাহ চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

 

বাসসের সংবাদে বলা হয়েছে- আজ এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, মহান মুক্তিযুদ্ধ,ওষুধ শিল্প, ও জনস্বাস্থ্য খাতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

 

প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি  ডা. জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার রাত ১১ টার দিকে তিনি ইন্তেকাল করেন। 

 

কিডনি জটিলতাসহ নানা সমস্যা নিয়ে গনস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ডা. জাফরুল্লাহ।

 

অবস্থার অবনতি হওয়ায় গত রোববার তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়।

 

এরআগে কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট  চিকিৎসা বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version