-->
শিরোনাম

বৃহস্পতিবার কেন্দ্ৰীয় শহীদ মিনারে নেওয়া হবে ডা. জাফরুল্লাহর মরদেহ

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার কেন্দ্ৰীয় শহীদ মিনারে নেওয়া হবে ডা. জাফরুল্লাহর মরদেহ

সর্বস্তরের জনগনের শ্রদ্ধা নিবেদনে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ।

 

বৃহস্পতিবার সকাল ১০ টা হতে বেলা ১ টা পর্যন্ত রাখা হবে কেন্দ্ৰীয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন সর্বস্তরের জনগন।  একই স্থানে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হবে।

 

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু জানান, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর বেলা  আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে জানাজায় অনুষ্ঠিত হবে । আগামী ১৪ এপ্রিল শুক্রবার সকাল ১০ টায় সাভার গণস্বাস্থ্যে শ্রদ্ধা নিবেদন। বাদ জুমা সেখানে জানাজা অনুষ্ঠিত হবে।

 

বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি  ডা. জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার রাত ১১ টার দিকে তিনি ইন্তেকাল করেন। 

 

কিডনি জটিলতাসহ নানা সমস্যা নিয়ে গনস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ডা. জাফরুল্লাহ।

 

অবস্থার অবনতি হওয়ায় গত রোববার তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়।

 

এরআগে কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট  চিকিৎসা বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়।

 

ভোরেরর আকাশ/আসা

মন্তব্য

Beta version