-->
শিরোনাম

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার প্রদান

অনলাইন ডেস্ক
ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার প্রদান

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক হেদায়েত উল্লাহর নেতৃত্বে এই গার্ড অব অনার প্রদান করা হয়।

 

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় জাফরুল্লাহ চৌধুরীকে শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। এতে দল মত নির্বিশেষে সকলে শ্রদ্ধা নিবেদন করেন। বীর মুক্তিযোদ্ধার পাশে ছিলেন পরিবারের সদস্যরা।

 

গার্ড অব অনার শেষে তার লাশ সোহরাওয়ার্দী উদ্যানে নেয়া হবে জানাজার জন্য। সেখানে বেলা আড়াইটায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

 

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ নিয়ে যাওয়া হবে সাভার গণবিশ্ববিদ্যালয়ে। শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জুমা তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

 

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version