-->
শিরোনাম

নিউমার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
নিউমার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮ ইউনিট

বঙ্গবাজারের আগুনের রেশ কাটতে না কাটতেই এবার আগুনে পুড়ছে নিউমার্কেট। শনিবার ভোর পাঁচটা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়েছে ফায়ার সার্ভিসের ২৮ টি ইউনিট। এছাড়া আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, র‍্যাব সদস্যরা। প্রস্তুত রাখা হয়েছে বিমানবাহিনীর হেলিকপ্টারও।

 

আগুন নিয়ন্ত্রণে খুবই বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বাতাসের কারণে বেশ ধোঁয়া হচ্ছে। এতে অন্ধকারে কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে। 

 

আইএসপিআর জানায়, রাজধানীর নিউমার্কেটে আগুন নিয়ন্ত্রনে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল। বিমান বাহিনীর হেলিকপ্টার ও প্রস্তুত রয়েছে । 

 

ব্যবসায়ীদের অভিযোগ, অরক্ষিত বৈদ্যিুতিক লাইনের কারণে শর্ট সার্কিট থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে। 

 

উল্লেখ্য, গত ৪ এপ্রিল রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। ওই ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার ভয়াবহ আগুনের ঘটনা ঘটলো। বঙ্গবাজারের আগুরে প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছিলেন ব্যবসায়ীরা।  

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version