-->
শিরোনাম

নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে ১৯ জন আহত

অনলাইন ডেস্ক
নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে ১৯ জন আহত

রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এ দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের অফিসার ১ জন, ফায়ারফাইটার ১৩ জন, ভলান্টিয়ার ২ জন, আনসার সদস্য ২ জন এবং বিমান বাহিনীর ১ জন সার্জেন্টসহ মোট ১৯ জন আহত হয়ে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

এ পর্যন্ত আহত চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ফায়ার সার্ভিস সদস্য রাসেল (২২), শান্ত (২৪), তৌফিক (২৩) ও ভলান্টিয়ার রিফাত (২৩)।

 

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগে। ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ২৩ করা হয়েছে। এরপর ইউনিট আরও বাড়ানো হয়। মোট ২৮ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

 

আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version