ঘুর্ণিঝড় ‘মোখা’ পরবর্তী উদ্ধার কার্যক্রম ও ত্রাণ তৎপরতার জন্য প্রস্তুত রয়েছে নৌবাহিনী।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, দুর্যোগ পরবর্তী জরুরী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য প্রস্তুত নৌবাহিনীর ২১ জাহাজ, হেলিকপ্টার ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট।
এছাড়া ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় এলাকার বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য সতর্ক করছে নৌবাহিনী সদস্যরা।
উপকূলের আরো কাছে এগিয়ে এসেছি অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’। কেন্দ্রে বাতাসের গতি বাড়ছে ১৭৫ কিলোমিটার পর্যন্ত। এমন পরিস্থিতিতে দেশের দুই সমুদ্রবন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৭৫ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুদ্ধ রয়েছে।
কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরসমূহকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ভোরের আকাশ/আসা
মন্তব্য