-->
শিরোনাম

নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৩' এর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৩' এর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত

ঘূর্ণিঝড় "মোখা"র উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল (১৪মে)  অনুষ্ঠেয় ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৩' এর উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

 

শনিবার  নৌপরিবহন মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৭৫ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুদ্ধ রয়েছে।

 

কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরসমূহকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version