-->
আজ আসছে প্রতিনিধি দল

পর্যটক টানতে চার প্রতিবেশী দেশকে টার্গেট করেছে ট্যুরিজম বোর্ড

মুস্তাফিজুর রহমান নাহিদ
পর্যটক টানতে চার প্রতিবেশী দেশকে টার্গেট করেছে ট্যুরিজম বোর্ড

মুস্তাফিজুর রহমান নাহিদ: পর্যটক টানতে চার প্রতিবেশী দেশকে টার্গেট করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। করোনা মহামারির পর দেশে পর্যটক আকর্ষণে বড় ধরনের কোনো আয়োজন করতে পারেনি তারা। একইভাবে বিদেশযাত্রায় সরকারের নিষেধাজ্ঞা থাকায় দেশের বাইরে পর্যটন মেলায়ও অংশ নিতে পারেনি ট্যুরিজম বোর্ড।

 

এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ভারত থেকে পর্যটক আকর্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। এ চার দেশের ৮৯ প্রতিনিধি বাংলাদেশে আসবেন আজ। তাদের কাছে দেশের পর্যটনকে তুলে ধরতে আয়োজন করা হয়েছে মুজিবস বাংলাদেশ ট্যুরিজম এক্সচেঞ্জ ও প্রমোশন অনুষ্ঠান।

 

এ আয়োজনে অংশ নিতে ভারতের ৪৫, নেপালের ১২, ভুটানের ১২ ও শ্রীলঙ্কার ২০ ট্যুর অপারেটর ও পর্যটন সংশ্লিষ্টরা বাংলাদেশে আসবেন। ২৬ মে তাদের ঢাকা শহরের ঐতিহ্যবাহী স্থানগুলো ঘুরে দেখানো হবে।

 

এছাড়া বাংলাদেশের বিভিন্ন শপিংমল, হোটেল পরিদর্শন করবেন তারা। ২৭ মে দিনব্যাপী রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশের পর্যটনকে তাদের সামনে উপস্থাপন করা হবে। ২৮ মে চার দেশের প্রতিনিধির কক্সবাজারের সমুদ্রসৈকত, হোটেল, রেস্তোরাঁসহ বিভিন্ন দর্শনীয় স্থান ও খাবার উপভোগ করার আয়োজন রাখা হয়েছে।

 

বাংলাদেশে প্রতি বছর ৪-৫টি পর্যটন মেলা হয়। যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন। তবে এসব মেলায় বাংলাদেশের চেয়ে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পর্যটনের প্রচারণা হয় বেশি।

 

অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে পর্যটন মেলায় বাংলাদেশকে তুলে ধরতে অংশ নেয় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। বিদেশযাত্রায় সরকারের নিষেধাজ্ঞা থাকায় সাম্প্রতিক সময়ের আন্তর্জাতিক মেলাগুলোয় অংশ নিতে পারেনি ট্যুরিজম বোর্ড। করোনা মহামারির পর বিদেশি পর্যটক আগমনের ধারার পরিবর্তন এসেছে।

 

এখন দূরবর্তী দেশের চেয়ে প্রতিবেশী দেশগুলোকে প্রাধান্য দিয়ে বেশি প্রচারণা হচ্ছে। প্রতিবেশী দেশগুলো থেকে পর্যটক আগমনের বিষয়ে অগ্রাধিকার বিয়ে প্রচারণার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। ২৬ থেকে ২৮ মে ঢাকায় ৪ দেশকে নিয়ে অনুষ্ঠিত হবে মুজিবস বাংলাদেশ ট্যুরিজম প্রমোশন।

 

এ প্রসঙ্গে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. জাবের বলেন, পর্যটন খাতকে বিকশিত করতে হলে আমাদের সম্পর্কে বিশ^বাসীকে জানাতে হবে। যত বেশি প্রচার হবে, তত বেশি সম্ভাবনা বৃদ্ধি পাবে। এ মুহূর্তে আমরা প্রতিবেশী দেশগুলোকে টার্গেট করেছি।

 

ট্যুরজিম প্রমোশনের জন্য বাংলাদেশের পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও ভারতের ট্যুরিজম ব্যবসায়ীদের সম্পর্ক স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। ৪ দেশ থেকে প্রতিনিধিরা আসবেন।

 

বাংলাদেশের হোটেল, এয়ারলাইন্স, ট্যুর অপারেটরদের সঙ্গে বিজনেস মিটিং করবেন। এর ফলে আমাদের দেশে প্রতিবেশী দেশ থেকে পর্যটক আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে।

 

ট্যুরিজম বোর্ড জানায়, দেশের ১২০টি হোটেল, এয়ারলাইন্স, ট্যুর অপারেটর তাদের বিভিন্ন প্যাকেজ, অফার ৪ দেশের প্রতিনিধিদের সামনে উপস্থাপন করবেন।

 

এছাড়া কুয়াকাটা, কক্সবাজার, সিলেট, পার্বত্য চট্টগ্রামেরও আলাদা প্যাভিলিয়ান থাকবে। দেশের পর্যটন ব্যবসায়ীরা ৪ দেশের অংশগ্রহণকারীদের পর্যটন বিকাশে তথ্য-উপাত্ত তুলে ধরবেন।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version