রাজধানী ঢাকায় ভূকম্পন অনুভূত হয়েছে।
শুক্রবার সকাল ১০টা ৪৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
ঢাকা ছাড়াও ঢাকার বাইরের জেলায়ও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট । মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫।
এর আগে গত ৫ মে ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্র ছিলো ৪ দশমিক ৩ । উৎপত্তিস্থল ছিলো ঢাকার দোহার।
ভোরের আকাশ/আসা
মন্তব্য