-->
শিরোনাম
সুগম হলো যুবদের কর্মসংস্থানের পথ

প্রশাসনের বিভিন্ন স্তরে পাঁচ বছরে দুই লাখ সরকারি পদ সৃষ্টি হয়েছে

মোতাহার হোসেন
প্রশাসনের বিভিন্ন স্তরে পাঁচ বছরে দুই লাখ সরকারি পদ সৃষ্টি হয়েছে

মোতাহার হোসেন: গত ৫ বছরে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দুই লাখ ৮টি পদ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মূলত দেশে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে সরকার এই পদসমূহ সৃজন করে। এর ফলে দেশের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের পথ সুগম হলো বলে অভিমত জনপ্রশাসন সংশ্লিষ্ট মহলের।

 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন এর আগে এ প্রতিবেদকের সঙ্গে আলাপে বলেন, দেশের কল্যাণে এবং সরকারি বিভিন্ন দপ্তর, অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থায় মানুষের কাছে প্রশাসনিক সেবা সহজতর, প্রশাসনকে অধিকতর যুগোপযোগী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট প্রশাসন হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

 

তিনি বলেন, গতানুগতিক ও মান্দাতার আমলের প্রশাসনিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বহুবিধ কর্মসূচি ইতোমধ্যে বাস্তবায়ন করেছে। পাশাপাশি জনবান্ধব প্রশাসন গড়তে চলছে বহুবিধ কর্মযজ্ঞ।

 

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

 

প্রতিমন্ত্রী জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত দুই লাখ ৮টি পদ সৃষ্টির সম্মতি দেয়া হয়েছে। পদ সৃষ্টির প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ থেকে সরকারি আদেশ (জিও) জারি করা হয়। পরে শূন্য পদে নিয়োগ দেয়া হয়।

 

পিএসসির সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকারের চলতি মেয়াদে বিভিন্ন ক্যাডার পদে ১৬ হাজার ২৯ জন নিয়োগ দেয়া হয়েছে।

 

শূন্য পদে নিয়োগ চলমান প্রক্রিয়া উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সরকারের প্রায় সকল মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version