চকবাজারে হোটেল কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
চকবাজারে হোটেল কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর চকবাজার থানার চান সরদার টাওয়ার থেকে আনসার আলী বেপারী (৩০) নামে এক হোটেল কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুদ্দিন। তিনি বলেন, আজ সকালে আমরা খবর পেয়ে চান সরদার টাওয়ারের বিসমিল্লাহ হোটেলে যাই।

 

সেখানে হোটেলের পাশে মালামাল রাখার একটি গোডাউনের ভেতর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। তিনি ওই হোটেলের বাবুর্চি ছিলেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

 

এসআই মো. নুরুদ্দিন বলেন, প্রাথমিকভাবে তিনি কী কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বিষয়টি জানা যায়নি। তার বাড়ি ফরিদপুর জেলার নাগেরপাড়া এলাকায়।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য