-->
অবরোধের দ্বিতীয় দিন

রাজধানী ও আশপাশে বিএনপির মিছিল-সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
রাজধানী ও আশপাশে বিএনপির মিছিল-সড়ক অবরোধ

টানা ৭২ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানী ঢাকা ও তার আশপাশে বিভিন্ন এলাকায় মিছিল ও সড়ক অবরোধ করেছে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

সকালে রাজধানী রামপুরা বিশ্বরোডে সড়কে অবস্থান নিয়ে পিকেটিং করে বিএনপি। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ সম্পাদক আবদুল কাদির ভুইয়া জুয়েল, মহানগর বিএনপি নেতা ভিপি সামছুল ইসলাম শামছু, যুবদল নেতা শাওন, মহানগর উত্তর বিএনপির ফয়েজ আহমেদ ফরু, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি দীপু সরকার, রামপুরা থানা বিএনপির হেলাল কবির, সোহেল রানা, রেজাউল করিম, নিলুফা ইয়াসমিন নীলু, যুবনেতা কফিল উদ্দিন, বিএনপি নেতা মোঃ তৌহিদ হোসেন, মোঃ নজরুল ইসলাম, মোহাম্মদ দুলু প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

রুপনগর থানা বেড়িবাধ হাইওয়েতে রুপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন। রাজধানীর সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ছাত্রদলের মিছিল। সরকারি বাঙলা কলেজ ছাত্রদল মিরপুরে শান্তিপূর্ণ অবরোধ করে।

 

রাজধানীর বিজয়নগর-পল্টন রোডে কৃষকদল সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে কৃষকদলের বিক্ষোভ মিছিল। খিলক্ষেতে বিএনপির মিছিল হয়েছে।

 

এছাড়া গাজীপুর সদর সদর উপজেলা বিএনপি মিছিল করেছে। শ্রীপুরে উপজেলা বিএনপির পিকেটিং ঢাকা-গাজীপুর সড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁও সড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা।

 

এখনো বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ মিছিলের খবর পাওয়া যাচ্ছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version