-->
শিরোনাম

গোল চত্বর অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
গোল চত্বর অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

মিরপুর-১ নম্বর গোল চত্বর অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। শ্রমিকদের অবরোধে এ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

 

বুধবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে এ চিত্র দেখা গেছে।

 

বেলা ১০টা ৪০ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত সেখানে অবস্থান করে দেখা যায়, গার্মেন্টস শ্রমিকরা অনেকেই লাঠি হাতে অবস্থান নিয়েছেন। সড়কে লাঠিসোটা হাতে মিছিল করছেন শ্রমিকরা।

 

আন্দোলনকারী শ্রমিকরা জানান, গতকাল সরকারদলীয় লোকজন তাদের ওপর হামলা করেছে। এতে একজন শ্রমিক মারা গেছেন বলে তারা অভিযোগ করেন।

 

আন্দোলনরত একজন শ্রমিক বলেন, আগামী বছর নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন হওয়ার কথা। এজন্য চলতি মাসে তাদের গ্রেড ঠিক করার কথা। কিন্তু মালিকপক্ষ গ্রেড পরিবর্তন ও বেতন বাড়ানোর কোনো উদ্যোগ নেয়নি। তার ওপর আবার আন্দোলন করলে শ্রমিক মারা হচ্ছে। তারা (মালিকপক্ষ) আগের বেতন বহাল রেখেই গার্মেন্টস চালাতে চায়।

 

এদিকে শ্রমিকরা রাস্তায় অবস্থান নিলেও তাদের রাস্তা থেকে সরাতে দেখা যায়নি। সেখানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ৫টি গাড়ি টহল দিতে দেখা যায়।

 

এর আগে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত পোশাক শ্রমিকরা মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে সকাল ৯টায় মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে ১৪ নম্বরের দিকে চলে যান তারা।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version