মনোনয়ন যাচাই-বাছাই চলছে, তথ্য গোপন করলেই বাতিল

অনলাইন ডেস্ক
মনোনয়ন যাচাই-বাছাই চলছে, তথ্য গোপন করলেই বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট মনোনয়নপত্র জমা পড়েছে দুই হাজার ৭১৩টি। এরমধ্যে রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার ৯৬৬ এবং স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন। এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করেছে নির্বাচন কমিশন। যা চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। তথ্য গোপন করলেই যে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হতে পারে।

 

শনিবার (২ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে জানা গেছে এ তথ্য। রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্টদের নিয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করছেন। মূলত এর মাধ্যমে শুরু হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম। ৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বৈধ প্রার্থীদের তালিকা জানানো হবে।

 

যাচাই-বাছাইয়ে দেখা হচ্ছে কয়েকটি বিষয়। যেমন, এখন স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনের তথ্য ঠিক কি না কিংবা কেউ তথ্য গোপন করেছেন কি না। এছাড়া কোনো প্রার্থী ফৌজদারি মামলার আসামি বা ঋণখেলাপি কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

 

ইসি জানায়, আওয়ামী লীগ ২৯৮টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। আর সংসদের বিরোধীদল জাতীয় পার্টি (জাপা) জমা দেয় ২৮৬টি আসনে।

 

ইসি জানায়, দ্বাদশ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে ৩০টি নিবন্ধিত দলের ১৯৬৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন ৭৪৭ জন।

 

ঘোষিত তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে। ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চালানো যাবে ৫ জানুয়ারি পর্যন্ত।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য