-->
শিরোনাম

জাতীয় অধ্যাপক ডা আব্দুল মালিকের মৃত্যুতে বিএইচআরএফ- এর শোক

নিজস্ব প্রতিবেদক
জাতীয় অধ্যাপক ডা আব্দুল মালিকের মৃত্যুতে বিএইচআরএফ- এর শোক

বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃত, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিক মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

ডা মালিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

 

মঙ্গলবার দুপুরে এক শোকবার্তায় বিএইচআরএফ নেতৃবৃন্দ বলেন, ডা মালিক একজন খ্যাতিমান চিকিৎসক, শিক্ষক এবং সমাজসেবক ছিলেন। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

 

বিএইচআরএফ নেতৃবৃন্দ ডা. আব্দুল মালিক-এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version